ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাকেরগঞ্জে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

বাকেরগঞ্জে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
ছবি: বাকেরগঞ্জে পুলিশের হাতে গ্রেফতারকৃত প্রতারক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত রফিক (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াল ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিক একই ইউনিয়নের মৃত আমজাদ আলীর পুত্র বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকলে।
মামলার বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ‘রফিক তার নিজ ইউনিয়নে ‘বন্ধন সমিতি’ নামক একটি এনজিও চালু করেন। এই সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে তিনি গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এর মধ্যে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাৎ শরীফ নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া গ্রাম থেকে মৃত আলী হোসেন খানের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মো. মুজাম্মেল খান এর নিকট থেকে আরও ২ লাখ টাকা হাতিয়ে হঠাৎ নিরুদ্দেশ্য হন রফিক।

এই ঘটনায় প্রতারণার শিকার শাহাদাৎ শরীফ বাদী হয়ে বরিশালে আদালতে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় প্রতারক রফিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এর পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম’র নেতৃত্বে এএসআই ফারুক হোসেন, নজরুল ইসলাম ও সুজন মাঝি অভিযান চালিয়ে রফিককে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার ওয়ারেন্টমুলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন