ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে শেষ মুহূর্তে জমে উঠছে পশু বেচাকেনা কাউখালীতে ৫০ শয্যার হাসপাতাল পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা, প্রজ্ঞাপন জারি কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ ছেলের বিলাসী জীবনের ছবি ভাইরাল, আস্থাভোটে ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫ ফুসফুস ক্যানসারে পবিপ্রবি অধ্যাপকের মৃত্যু বরিশালে সাবেক কাউন্সিলর গ্রেফতার  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত
  • মঠবাড়িয়ায় স্লুইজগেট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

    মঠবাড়িয়ায় স্লুইজগেট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৫টি গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্লুইজগেট নির্মাণের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন করেছেন কয়েকশো কৃষক। 

    সোমবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের হলতা নদীর শাখা তারাখালের বাঁধের ওপর এ কর্মসূচি পালিত হয়।

    ঘন্টাব্যাপী কর্মসূচিতে তাফালবাড়িয়া গ্রামের মাদরাসা শিক্ষক ফারুক আলমের সভাপতিতেত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক রেজাউল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক, কৃষক সেলিম সিকদার,  হাবিবুর রহমান প্রমুখ। 

    বক্তারা বলেন, হলতা নদীর শাখা তারাখালে পানি উন্নয়ন বোর্ডে কর্তৃক একটি অপরকিল্পিত বাঁধের কারনে কৃষিতে মারাত্মক বিপর্যয় ঘটছে। বাঁধের কারনে খালটির প্রবহমান পানির গতিধারা আটকে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ৫ গ্রামের কৃষিতে সংকট দেখা দিয়েছে। এছাড়া নব্যতা হরানো খালে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তি মাছ চাষ করায় খালটির পানি গ্রামবাসী ব্যবহার করতে পারছেন না।

    স্থানীয় তাফালবাড়িয়া গ্রামের ষাটোর্ধ কৃষক সেলিম সিকদার জানান, স্থানীয় তাফালবাড়িয়া, নলী তুলাতলা, নলী গোলবুনীয়া, চড়কগাছিয়া ও ঝাঁটিবুনীয় গ্রামের ভেতর বয়ে যাওয়া তারাখাল স্থানীয় কৃষির সেচ সংকট মোকাবেলা করে। 

    ওই খালে দুই মাথায় ১৯৭২ সালে পাউবো দুইটি বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দেয়। এতে কৃষির চরম বিপর্যয় ঘটে। ১৯৮৫ সালে কৃষকরা ওই বাঁধ অপসারণে দাবি শুরু করে। 

    পরে পাউবো সেখানে পরিকল্পিত স্লুইজগেট নির্মাণের আশ^াস দিলেও আজও তা কার্যকর হয়নি। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। কৃষি জমিতে লবন পানির আগ্রাসন বাড়ছে।

     প্রতি বছর স্থানীয়  কৃষিতে ফসল মার খাচ্ছে। এলকায় আমন আবাদ, মুগডালসহ নানা রবিশষ্য উৎপাদনের ওপর কৃষকরা নির্ভরশীল।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তারাখালে বাঁধ দেওয়ার কারনে খালের পানির স্বাভাবিক গতিধারা নষ্ট হচ্ছে। এতে কৃষির ক্ষতি হচ্ছে। 

    খালটি পরিদর্শন করে সেখানে স্লুইজগেট নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে একটি প্রস্তাবনা উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ