ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার দায়ে আ. লীগ নেতা গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার দায়ে আ. লীগ নেতা গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির অফিস পুড়িয়ে দেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা সাকলাইন হোসেন খান গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার সাকলাইন গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তাকে বুধবার (২৩ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সদস্যরা সাকলাইনকে বরিশাল নগরের কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম।

পুলিশ সূত্রে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গুঠিয়া বন্দরের প্রধান সড়কের পাশে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয় এবং তখন ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো লাভলু হোসেন একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীকে আসামি করা হয়। সেই সঙ্গে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ঘটনার দিন বিকেলে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পেট্রল ছিটিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেন। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে বাদী উল্লেখ করেন।

ওই মামলায় সাকইলান হোসেন খানসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কারাগারে যাওয়া দুজন হলেন গুঠিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সায়েম মোল্লা ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দুলাল খান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন