ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

মঠবাড়িয়ায় জয়নাল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মঠবাড়িয়ায় জয়নাল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়ায় বাবার সামনে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজ সেবক মোস্তফা মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, হালিম, মজনু মিয়া, আব্দুস সালাম খান, বেলায়েত হোসেন, আক্কাস আলী, তাজেনুর বেগম, নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা, মা ফিরোজা বেগম ও স্ত্রী আনিসা বেগম প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর মাছধরতে অবস্থান করা সুন্দরবনের শরণখোলা থানাধীন কস্তুরা খালে সকাল সাড়ে ৫ টার দিকে প্রতিপক্ষ সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন ও জাহাঙ্গীর এর নেতৃত্বে ২০ জনের একটি দল ৪ টি ট্রলার যোগে এসে তাদের ট্রালার ঘেরাও করে হামলা চালায়। এসময় জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল নদীতে ফেলে দেয়।

এসময় সোহরাব মৃধা ছেলে জয়নালকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও ছেলেকে খুঁজে পায়নি। ৬ অক্টোবর রোববার সন্ধ্যার দিকে ওই নদী থেকে নিহত জয়নালের ভাসমান লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা ৯ অক্টোবর বাগেরহাট জেলার শরণখোলা থানায় মামলা করেছেন।  সোহরাব মৃধা মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।

আসামিরা হলো, তাফাল বাড়িয়া গ্রামে আল আমিন (২৫), জাহাঙ্গীর (৪৫), আলম (৩৫), সোবাহান (৪৮), শাহজাহান (৫১), ইন্দুরকানী সদর গ্রামের রাসেল (২১), রুবেল (২১), মনির (২৩), পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঁঠালতলী গ্রামের মঞ্জু (৩০), খলিল (৪৫), কাশেম খা (৪৫)। এছাড়া অজ্ঞাত আরো ৯ জনকে আসামি করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির এস আই  আব্দুল আলম বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ