চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় চরফ্যাশন উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, সহ-সভাপতি আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক সামসুদ্দিন কাউছ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মির আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব মেগাবান, ছাত্রদলের আহ্বায়ক আলী মুর্তজা, সদস্য সচিব জাহান শিকদার, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সোহাগ, সাধারণ সম্পাদক কাজী আব্বাস, চরফ্যাশন উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহ, শশীভূষণ থানা যুবদল নেতা সোহরাব হোসেন সুমন, মিজানুর রহমান রোমান, দুলারহাট থানা যুবদলের সভাপতি সুমন হাওলাদার প্রমুখ।
এইচকেআর
