ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর দিকনির্দেশনায় ভোলার চরফ্যাশনে যুবদলের উদ্যোগে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৩০০ জন গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী  উপজেলার ফ্যাশন স্কয়ারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর হাজী জাহিদুল ইসলাম রাসেল।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসরাফ হাওলাদার, যুবদল নেতা সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন,মীর ফখরুল, নাজিমুদ্দিন শিবলু,জসিম মহাজন,পৌর যুবদল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মিলটন,সদস্য সচিব রাশেদুল হাসান নয়ন,যুগ্ম-আহ্বায়ক আসাদ ভূইয়া প্রম‍ুখ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন