ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীর আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ‘‘সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’এই প্রতিপাদ্যে, দিবসটি পালিত হয়। 

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী  অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা। 

আন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণমুক্তির সমবায় সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আবুল কালাম আজাদ, গৌরীপুর পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এইচ এম জুয়েল, ভান্ডারিয়া বন্দর সমবায় সমিতির সভাপতি মো. তৈয়ুবুর রহমান মিলন, মাঠিভাঙ্গা পানি ব্যবসা উন্নয়ন সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাইদুল ইসলাম ও অবসার প্রাপ্ত সমবায় কর্মকর্তা আ. রব হাওলাদার প্রমুখ। 

এ সময় উপজেলা রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. বাবু শিকদার ও সাধারণ সম্পাদক মিন্টু জোমাদ্দার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ