ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

Motobad news

মেহেন্দিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত তিন

মেহেন্দিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত তিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ পৌর এলাকার বদরপুরে পৌর কৃষকলীগের সহ-সভাপতি তাজেম আলীর পক্ষ নিয়ে যুবদল নেতা সৈয়দ আকবর বালু ব্যবসায়ীর উপর চড়াও হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। গুরুতর আহত আকবর এবং সোহান খানকে বরিশাল নেয়া হয়েছে। 

প্রত্যক্ষদশী বালু ব্যবসায়ী আলমগীর হাওলাদার সংবাদ মাধ্যমকে জানান, রোববার দুপুর ২ টার দিকে বালু মহলের ইজারাদার তাজেম আলী যুবদল নেতা আকবরকে সাথে নিয়ে বদরপুর এছহাক খানের বাড়ীর সামনে বালু ব্যবসায়ী আবদুল কাদের খান ওরফে টমেটোর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বালুর খাজনা দাবী করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

এ সময় যুবদল নেতা আকবর কৃষকলীগ নেতার পক্ষ নিয়ে নিজ দলের টমেটো খানের উপর চড়াও হয়। পরবর্তীতে সৈয়দ আকবর ফোন দিয়ে আরো লোকজন নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সৈয়দ আকবর ও টমেটো খানের ছেলে সোয়ান আহত হয়। 

তাদেরকে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকেই কর্তব্যরত চিকিৎসক বরিশাল প্রেরণ করেন। এরই ফাকে সৈয়দ আকবরের লোকজন গিয়ে টমেটো খানকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেদড়ক মারপিট করেন। এসময় তার মেয়ে বাধা দিলে তাকেও মারপিট করে সৈয়দ আকবরের লোকজন বলে জানান আহত টমেটো খান। 


আহত সৈয়দ আকবর মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ তুহিনের ছোট ভাই। এরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুসারী। 
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়ণি। অভিযোগ পেলে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন