মেহেন্দিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা সমবায় অফিসার জাহিদুল ইসলাম শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, ক্লাসটার অফিসার আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সমবায় সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক জাহিদুল বারী খোকন।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, পাতারহাট বন্দর ব্যাবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ।
এইচকেআর