ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

Motobad news

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ১টায় ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সফরকালে তিনি বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।


রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, চারদিনের সফরকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও শাসক শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুমের মেয়ে ও দুবাই কালচারাল অ্যান্ড আর্ট অথরিটির সভাপতি শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূম, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ড, মেটা (ফেসবুক) গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক রবার্তো কার্ভালহো দ্য আজেভিদো ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।


প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন