ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • সন্ধ্যার মধ্যে বরিশালের ৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

    সন্ধ্যার মধ্যে বরিশালের ৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের তিন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সন্ধ্যার মধ্যে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার রপর দিয়ে বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    সোমবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, আজ বিকেল ৩টা থেকে পরবর্তী এক-তিন ঘণ্টায় বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
    এসময়ে নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস
    • বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
    • জানালা ও দরজা বন্ধ রাখুন।
    • সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
    • নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
    • গাছের নিচে আশ্রয় নেবেন না।
    • কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
    • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।
    • জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
    • বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
    • শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ