বরিশালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত হয় কুজকাওয়াজ ও ডিসপ্লে।
অনুষ্ঠানের শুরুতে বরিশালের বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের অংশগ্রহনে মাঠপার্স অনুষ্ঠিত হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেকের নেতৃত্ব নগরীতে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
এর আগে, বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে সর্বস্তরের মানুষ।
এইচকেআর