ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি

    মীরগঞ্জ সেতু, কুয়াকাটা ও মহাসড়ক ঘিরে পর্যটন অঞ্চল তৈরির দাবি ব্যারিস্টার ফুয়াদের

    মীরগঞ্জ সেতু, কুয়াকাটা ও মহাসড়ক ঘিরে পর্যটন অঞ্চল তৈরির দাবি ব্যারিস্টার ফুয়াদের
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাতে স্মারকলিপি তুলে দেন ‍এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা ঘিরে বঙ্গোপসাগরের তীরবর্তী বরিশাল বিভাগকে পর্যটন অঞ্চলে পরিণত করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

    তিনি বলেন, সারা দেশের পর্যটকদেরকে উৎসাহিত করবার জন্য কুয়াকাটাতে একটা বিমানবন্দর নির্মাণ জরুরি। পাশাপাশি বরিশাল বিমান বন্দরে ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে নিয়মিত ফ্লাইট চলাচলের ব্যবস্থা করতে হবে। সেই সাথে স্থানীয় অবকাঠামো বিনির্মাণের উদ্যোগ নিতে হবে, যাতে করে নিরাপদ ও সহজলভ্য পর্যটন শিল্প গড়ে উঠতে পারে।

    ব্রিটিশ আমল থেকে চলমান ঐতিহ্যবাহী পর্যটন বান্ধব স্টীমার সার্ভিস এমভি বাঙালী, মধুমতি, পিএস মাসুদ, অসট্রিচ, টার্ন/ল্যাপচা, যেভাবে ঢাকা-কোলকাতা-বরিশাল দাপিয়ে বেড়িয়েছে, সেগুলোকে আবারো ফিরিয়ে আনতে হবে। এতে করে পুরো দক্ষিনাঞ্চলে সাগরভিত্তিক পর্যটনের অপার সম্ভবনার দ্বার উন্মুক্ত হবে।

    এসব দাবি জানিয়ে রোববার আমার বাংলাদেশ-এবি পার্টির পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাতে স্মারকলিপি তুলে দেন পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তার সাথে ছিলেন- এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান, সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

    এসময় ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে মানুষের জান-মালের হেফাজত ও বাণিজ্যক সুবিধার্থে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ৬ লেইনে উন্নীত করবে। পাশপাশি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে একটি সেতু নির্মাণ করে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে বাবুগঞ্জ এবং বরিশাল শহরের সাথে সংযুক্ত করবার জন্য। সরকারের এমন সিদ্ধান্তে বরিশালবাসী কৃতজ্ঞ।

    তিনি বলেন, আমরা দাবি করছি, এই দুটি স্থাপনাকে ঘিরে মনোমুগ্ধকর পর্যটন হাব তৈরী করার উদ্যোগ নিতে হবে পর্যটন মন্ত্রণালয়কে। সরকারি জমি যেহেতু অধিগ্রহণ চলমান আছে, এখন পরিকল্পনা করলে পেশাদার ডিজাইনারকে দিয়ে অনেক কম খরচে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা মনে করি।

    এসময় উপদেষ্টা শেখ বাশিরউদ্দীন গুরুত্ব সহকারে এবি পার্টির বক্তব্য শোনেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আর্থিক সঙ্গতির ঘাটতি ও ঋণ ভিত্তিক রাষ্ট্রীয় নীতিমালার সংকট তুলে ধরেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ