রাজাপুরে গভীর রাতে আগুনে পুড়ল ঘর, নিঃস্ব পরিবার


ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ শ্রীমন্তকাঠি গ্রামে বৃষ্টির মধ্যেও গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সুজন মুন্সির নামে এক ব্যক্তির পরিবারে শেষ সম্বল বসতঘর।
মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যপণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত সুজন মুন্সি জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ আগুন দেখতে পাই। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। সুজন মুন্সি আরও বলেন, এই ঘরটিই ছিল আমাদের একমাত্র আশ্রয়। যা ছিল সবই পুড়ে গেছে। এখন স্ত্রী ও সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। ঘটনার খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস গেলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এইচকেআর
