বরিশাল কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় শতভাগ পাস


এবার দাখিল পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে বরিশাল নগরীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসা। এ মাদরাসা থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হল, নাদিয়া আক্তার, মারজিয়া মাহবুব ফারিহা, সালমা সাবিহা, আরিফা জাহান মাইশা, রাবেয়া বসরি, ইকরা মনি, রুম্মানা আহমেদ, লাবিবা, আয়েশা সিদ্দিকা, বুশরা রহমান খান, মাহবুবা রহমান তাসমিয়া, ফাতেমাতুজ জোহরা তুবা, ফাতেমাতুজ জোহরা তাইসিন, মালিহা হক জোয়া, মুশফিকা আলম আন্নি, মোহসেনা নুর নাবিলা, আয়শা আক্তার, উম্মে হাবিবা প্রমুখ।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আমির হোসেন তালুকদার জানান, এবছর দাখিল পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। তাদের সবাই পাস করেছেন। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদরাসাটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছেন বলে জানান অধ্যক্ষ।
এইচকেআর
