বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার সংসদীয় ৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই রোববার দুপুরের দিকে দলের মিডিয়া সেল প্রার্থীদের নাম পরিচয় প্রকাশ করে।
এর আগে বরগুনা জেলার দুটি এবং পটুয়াখালী জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে বিভাগের ২২টি সংসদীয় আসনের ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল সদর অর্থাৎ সংসদীয় আসন-৫ (বরিশাল সিটি ও সদর উপজেলা) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম- শায়খে চরমোনাই।
এছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চরমোনাই পীরের অপর ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও চরমোনাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এছাড়া বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ রাসেল সরদার মেহেদীকে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন।
এছাড়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, দলটির প্রার্থী বাছাইয়ে ইতোপূর্বে আসন ভিত্তিক দায়িত্বশীল সভা করেছেন তারা। তৃণমুল পর্যায় থেকে প্রার্থী বাছাই করে কেন্দ্রে তালিকা জমা দেয়া হয়।
এর মধ্য থেকে বরিশালের ছয়টি আসনে প্রার্থী হিসেবে পাঁচজনকে মনোনয়ন দেয়া হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটিকে রোববার কেন্দ্র থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেন তিনি।
এইচকেআর
