ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনও তা দেখতে পারছি না- নাহিদ ইসলাম  পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
  • বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা

    বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মানেই যেন ব্যতিক্রমী কিছুর সাক্ষী হওয়া। আগের আসরের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। বাংলাদেশ ও ভারত ম্যাচ ড্র হওয়ায় ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে দুই দলই করেছিল ১১টি করে গোল।

    লংকান ম্যাচ কমিশনার সবাইকে অবাক করে তড়িঘড়ি করে টস করে ফেলেছিলেন চ্যাম্পিয়ন দল নির্ধারণের জন্য। নিয়মে নেই বলে সেই টসও টিকেনি। শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

    এবার ফাইনাল নয়, বিরল ঘটনা ঘটলো লিগ পর্বে বাংলাদেশ ও ভুটানের ম্যাচে। এক ম্যাচ দুই মাঠে- এমন বিরল ঘটনার সাক্ষী হলেন সবাই। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা সেখানে আয়োজন সম্ভব হয়নি। তিন ঘণ্টা বন্ধ থাকার পর শেষ ৪৫ মিনিটের খেলা হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে।

    প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিলেন শান্তি মারদির গোলে। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল ভুটান। তারা যেভাবে খেলছিল তা রীতিমতো চোখ রাঙানি ছিল পিটার বাটলারের জন্য। তবে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। শান্তি মারদি আরও দুটি ও বদলি মুনকি আক্তার দর্শণীয় এক গোল করে ম্যাচের ব্যবধান করে ৪-১।


    শেষ পর্যন্ত শান্তি মারদির হ্যাটট্রিক ও মুনকির গোলে বাংলাদেশ জয়ের ধারায়ই থাকে। শ্রীলঙ্কা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সর্বশেষ চ্যাম্পিয়নরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ