বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা


বরিশালের বাবুগঞ্জে দিনভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে ৩ টি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
এসময় সনি ব্রিকসকে ১ লাখ টাকা, রাখি ও ইসলাম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জানাযায়, নদীপাড়ের ও ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় আনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় এয়ারপোর্ট থানা পুলিশ এবং বাবুগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এধরনের অভিযান অব্যাহত রাখবে।
এইচকেআর
