ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ঢাকায় বিমান বিধ্বস্তে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

 ঢাকায় বিমান বিধ্বস্তে দুই শিক্ষার্থীসহ নিহত ৩
আছড়ে পড়ার পর বিমানটির ধ্বংসাবশেষ দেখা হচ্ছে/ছবি:সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থলে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।


এর পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এরপর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।


একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জুনায়েত নামে আহত এক শিক্ষার্থী মারা যায়। সে-ও মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান।

ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ২০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন