ঢাকা রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

Motobad news

রাজাপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ 

রাজাপুরে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার একটি কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন ও কচু গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। 

শনিবার বেলা ১১ টায় রাস্তা দিয়ে যাতায়াতকারীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে সাতুরিয়া ইউনিয়নের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মোল্লা, আবুল বাশার, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার  শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম, লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

বক্তারা অভিযোগ করেন, সাতুরিয়া  ইউনিয়নের চাঁর ও পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি থেকে জোড়াপোল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়। ৫৪ বছর পেরিয়ে গেলেও রাস্তাটির উন্নয়ন হয়নি। লাগেনি সংস্কারের ছোয়া। বর্ষা মৌসুমে বৃষ্টিতে এই কাঁচা রাস্তাটি কার্দমাক্ত হয়ে যাতায়াতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করণ সমস্যা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কাঁচা রাস্তা দিয়ে যাতায়াতে চরম বিপাকে পড়েন। 

এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে কোন  রোগীকে ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া যায় না। মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে  গোয়ালবাড়ি  পর্যন্ত রাস্তাটি প্রসস্ত করে পাকা করণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন