বরিশাল নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তিনবার চুরি


বরিশাল নগরীর একটি গ্যাসের গোডাউনে আড়াই মাসের ব্যবধানে ফের চুরি ঘটনা ঘটেছে। এ নিয়ে গোডাউনটিতে তিনবার চুরি হয়েছে। এসময় চোরচক্র গোডাউন থেকে অটোরিক্সার ব্যাটারি, গ্যাস সিলিন্ডারের খালি বোতল নিয়ে গেছে।
সবশেষ গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে নগরীর কাশিপুর এলাকার শাহপরান সড়কের সরদার এন্টার প্রাইজের গোডাউনে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার সকালে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এলপিজি গ্যাস বিক্রেতা নিজাম সরদার।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে গোডাউন বন্ধ করে বাসায় যান নিজাম সরদার। রাত ৩ টার দিকে চোরের দল গোডাউনের জানালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে একটি ব্যাটারি চালিত অটোরিকশার তিনটি ব্যাটারি নিয়ে যায় চোরচক্ররা।
ভুক্তভোগী নিজাম সরদার জানান, একই ভাবে দেড়মাস পূর্বে আমার গোডাউন থেকে ১২ কেজির ১১৬ পিস খালি গ্যাসের সিলিন্ডারের বোতল এবং এক মাসে আগে বাসার সামনে থেকে গাড়ির ২ সেট ব্যাটারি ১০ পিস চুরি হয়েছে।
এছাড়া সবশেষ বৃহস্পতিবার গভীর রাতে গোডাউনের জানালা ও দরজা ভেঙ্গে একটি ব্যাটারি চালিত অটোরিকশার তিনটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা।
এ ঘটনায় শুক্রবার সকালে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার বলেন, চুরি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
