ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: ফয়জুল করীম

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: ফয়জুল করীম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই সংস্কারপূর্বক এবং পিআর পদ্ধতিতে হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নগরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান ও সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন।


এ সময় ফয়জুল করীম বলেন, শিক্ষা, চরিত্র, দেশ ও দ্বিন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান সংগঠিত হয়নি। রাষ্ট্রে নৈতিকতা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকীম বলেন, ‘৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ ধারাবাহিকতায় বরিশালের শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।


মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।’


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ