ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বৃষ্টি হলেও ভোগাতে পারে ভ্যাপসা গরম

বৃষ্টি হলেও ভোগাতে পারে ভ্যাপসা গরম
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণও বেড়েছে। তবে সেই অর্থে কমেনি তাপমাত্রা। বরং রাজধানীসহ দেশের অনেক অঞ্চলেই অনুভূত হয়েছে তীব্র ভ্যাপসা গরম।


আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বুধবারও পরিস্থিতি কম-বেশি একইরকম থাকতে পারে।

আগের দিনের তুলনায় মঙ্গলবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই বেড়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৩৫টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৮১ মিলিমিটার।


এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ৫৩ মিলিমিটার, নরসিংদী ও খুলনার কয়রায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

তবে যেসব অঞ্চলে বৃষ্টি একেবারেই ছিল না বা পরিমাণে কম ছিল সেসব অঞ্চলে সারা দিনই অনুভূত হয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৬.৮ ডিগ্রি।

সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে বৃষ্টিপাতের কোনো রেকর্ড পায়নি আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৩৬ ডিগ্রি অতিক্রম করেছে উত্তরের জেলা রংপুরেও। ঢাকায় দিনের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫.২ ডিগ্রিতে। ভ্যাপসা গরমে দিনভরই হাঁসফাঁস করেছে রাজধানীবাসী। 


এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল বুধবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন