ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

গেজেটে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত  রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নাম্বার “২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স” শিরোনাম এবং উপশিরোনাম “এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম “বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬- এ সংশোধন এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যপরিধি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধন অনুমোদন দিয়েছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম, পুলিশ ও সশস্ত্র পুলিশ, রেলওয়ে ও বন্দর পুলিশ, সীমান্ত রক্ষী বাহিনী, আনসার-ভিডিপি এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বশীল থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় (যেমন ইন্টারপোল)-সংক্রান্ত বিষয়গুলোও এ মন্ত্রণালয়ের অধীনে আসবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশি নাগরিকদের ডোমিসাইল, নাগরিকত্ব, ন্যাচারালাইজেশন, বাংলাদেশে প্রবেশ ও প্রস্থানের নীতি নির্ধারণ, পাসপোর্ট-ভিসা প্রদান, প্রত্যর্পণ (এক্সটার্ডিশন) এবং নিষ্ক্রমণ (এক্সটার্নমেন্ট) প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকবে। একই সঙ্গে প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক, কারাগার ও সংশোধনাগার ব্যবস্থাপনাও এ মন্ত্রণালয় দেখভাল করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে– দেশে নেশাজাতীয় দ্রব্যের প্রবেশ প্রতিরোধ, চোরাচালানবিরোধী কার্যক্রম, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাসহ অগ্নিনির্বাপক ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম তত্ত্বাবধান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ড পরিচালনা ও প্রশাসনিক দায়িত্বও তাদের হাতে থাকবে।

বিশেষ আইন, পুরস্কার ও ভিআইপি সুরক্ষা: নতুন কাঠামোয় বিশেষভাবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে– ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তা, বীরত্ব পদক ও গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান, অস্ত্র আইন, বিস্ফোরক আইন, ফিল্ড ফায়ারিং ও আর্টিলারি প্র্যাকটিস আইন বাস্তবায়ন। এছাড়া পুলিশের পুরস্কার প্রদান, পুলিশ কমিশনের কার্যক্রম, ফরেনসিক ল্যাবরেটরি ও বিষবিজ্ঞান বিষয়ক দায়িত্বও মন্ত্রণালয় পালন করবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী আইনসিদ্ধ যোগাযোগ নজরদারি ও মনিটরিং কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধান করবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ, বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত চুক্তি ও সমঝোতাপত্র, জাতীয় উৎসব, রাজনৈতিক পেনশন এবং বেসামরিক ইউনিফর্ম নীতিমালাও এর আওতায় অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলছেন, এই সংশোধন দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন ‘এক ছাতার নিচে’ গোটা নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দিতে হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন