ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

Motobad news

বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 

বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে প্রতিমা বিসর্জন আর বিষাদের সুরে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের সব মন্দির-মণ্ডপে বেজে ওঠে বিদায়ের সুর।

নগরীর কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রথমে প্রতিমা বিসর্জন দেয় নগরীর জিয়া সড়ক এলাকার শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বরী মন্দির।

এসময় কীর্তনখোলা নদীর পাড়ে ভীড় জমায় ভক্তরা। বিভিন্ন পূজামণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, ঢাক-ঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে নদীর তীরে চরকাউয়া খেয়া ঘাটে আসেন পূণ্যার্থীরা।

বিসর্জনকে কেন্দ্র করে বরিশাল কীর্তনখোলা নদীর পাড় ও এর আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌ-পুুলিশ ও কোস্টগার্ড মোতায়ন করা হয়।

এ বছর বরিশাল মহানগরীতে ৪৭ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বরিশাল ১৮ টি মণ্ডপের প্রতিমা কীর্ত্তণখোলা সদীতে বিসর্জন দেয়া হয়।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান, এবছর তারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পেরে খুশি। বিশেষ করে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তোস প্রকাশ করেন তিনি। সব ধর্মের মানুষ যাতে এক হয়ে সুনাদর বাংলাদেশ গড়ে তুলতে পারে দেবীর কাছে এমন প্রার্থনার কথা জানান তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বিসর্জনে তারা সকল প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের ডুবুরি দলসহ তারা সার্বক্ষনিক কাজ করছে। দুর্গা বিসর্জনে তাদের দুটি পৃথক টিম বরিশাল নদী বন্দর এলাকায় কাজ করছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন