সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত


দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় পৃথক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ তুষারের বন্ধু মহলের উদ্যোগে বরিশাল নগরী এবং হিজলা উপজেলায় এই দোয়া-মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়।
এর মধ্যে হিজলা উপজেলার ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠান আয়োজন করে হিজলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের বন্ধুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ইক্বরা হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক সৈয়দ গুলজার আলম, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার।
এসএসসি ২০০২ ব্যাচের বন্ধু দলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইয়াসিন হেলাল। তুষারের স্মৃতিচারণ করেন- মো. মনিরুজ্জামান। এছাড়া দোয়া মোনাজাত পরিচালনা করেন ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন।
অপরদিকে একই সময় বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় এ্যাডভোকেট নেয়াল হোসেন হাফিজিয়া ও নুরানী মাদ্রাসায় আরিফিন তুষারের জন্য দোয়া মোনাজাত আয়োজন করে তাঁর বন্ধু মহল।
এসময় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাকিউল আহসান বান্না, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, সদস্য জে খান স্বপন, শাহিন সুমন, রিপন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর শ্বাসকষ্ট এবং স্ট্রোকজণিত কারণে মৃত্যুবরণ করেন দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, দেড় বছরের পুত্র সন্তান, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এইচকেআর
