ঢাকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

Motobad news

আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক

আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় পোস্টে কয়েকটি বিষয়ের ফটোকার্ড শেয়ার করেন তিনি। সেখানে উল্লেখ করা হয়—

ফৌজদারি বিচার সংস্কারে চারটি বিষয় রাখা হয়েছে।

সেগুলো নিচে দেওয়া হলো—

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচারপদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন