নারী কেলেঙ্কারিতে ছোট ভাই, বড় ভাই বহিস্কার হলেন মাদক কাণ্ডে


যুবলীগ কর্মী মামাকে নিয়ে ইয়াবা সেবন করে ভাইরাল হওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে আপন মামাকে নিয়ে একটি কক্ষের মধ্যে ইয়াবা সেবনের একটি গোপন ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে রোববার খবর প্রকাশ করে দৈনিক মতবাদ। এরপরই আসে তার বহিস্কারের খবর।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল আহসান সোহাগকে দলীয় পদ থেকে বহিস্কার করা হলো।
দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ (০৫ অক্টোবর) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ও তার মামা স্থানীয় যুবলীগ কর্মী রেজভি মুন্সী’র ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মামা-ভাগ্নে মিলে একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন। গোপনে সেই ভিডিও কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে শুরু হয় সমালোচনা।
তবে গত শনিবার সংবাদ সম্মেলন করে ঘটনাটি অস্বীকার করেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল আহসান সোহাগ। তিনি দাবি করেন- এআই দিয়ে বানানো ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও এর আগে সাংবাদিকদের দেয়া বক্তব্যে ইয়াবা সেবনের ভিডিওটি সঠিক বলে স্বীকার করেন সোহাগ। সেখানে তিনি বলেন, ‘ভিডিওতে যেখানে বসে আছি, সেটা পরিত্যক্ত রিপোর্টার্স ইউনিটি। যেটা তার নানা বাড়ির জমিতে অবস্থিত। এটা এক দেড় মাস আগের ভিডিও হতে পারে।
বহিস্কারের বিষয়টি স্বীকার করেছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। তিনি বলেন, কেন্দ্রীয় ইয়াবা সেবনের ভিডিওকে কেন্দ্র করে সোহাগকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সন্ধ্যায় বহিস্কার করেছেন।
উল্লেখ্য, এর আগে পুলিশ কনস্টেবল স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল থেকে বহিস্কার হন কামরুল আহসান সোহাগের ছোট সবুজ আকন। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।
এইচকেআর
