বরগুনায় নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


বরগুনায় সদর উপজেলায় নিজ ঘর থেকে হাসান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়ইতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসানের হাঁস-মুরগির খামার ছিল। আজ খামারের পাশ দিয়ে যাওয়ার সময় একজন প্রতিবেশী হাঁসগুলোকে মৃত পড়ে থাকতে দেখেন। এরপর খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কয়েকজন ঘরের জানালা ভাঙেন। এ সময় বিছানায় হাসানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এইচকেআর
