উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুুলিশ।
এরমধ্যে যৌথ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, থানা পুলিশ।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার দায়ে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোবাইল কোর্টের সংখ্যা- ২১টি, মোট অভিযান- ১০২, পরিদর্শনকৃত মাছঘাট-৭৭, আড়ৎ-৭৬, ও বাজার- ৮২। আটককৃত ইলিশ-০.০৭৯ মেট্রিক টন, জাল-৩.১২৯ লাখ মিটার, মামলার সংখ্যা-১৬, জরিমানা ১০ হাজার টাকা, জেল-১৮, নিলামকৃত আয়- ০.০৯৮ লাখ টাকা।
এদিকে সফল অভিযান হওয়ায় অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
এইচকেআর