ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

 বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগের মধ্যে মর্জাদাপূণ বরিশালের ছয়টি আসন। যেখানে জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আর একটি বাদে ৫টি ধানের শীষের মনোনয়নও চূড়ান্ত।

সবার দৃষ্টি এখন ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দেশের বর্তমান সময়ের আলোচিত দল “জাতীয় নাগরিক পার্টির” (এনসিপি) দিকে। ছয়টি আসনে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী প্রার্থীদের বিপক্ষে “শাপলা কলি” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকবেন সে নিয়ে আলোচনার রব উঠেছে।

এরই মধ্যে “শাপলা কলি” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপি’র মনোনয়ন কিনেছেন ১১ জন। যাদের মধ্যে রয়েছেন- শিক্ষক, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থী। তবে মনোনয়ন প্রত্যাশী বেশিরভাগ নেতাই স্ব স্ব আসনের স্থায়ী বাসিন্দা নন।

তাছাড়া তিনটি আসনে একক মনোনয়ন প্রত্যাশী। তাঁরাই তিনটি আসনে এনসিপি’র “শাপলা কলি” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় থাকবেন বলে ধারনা দলের নেতাকর্মীদের।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালে প্রবেশদ্বার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে এনসিপি’র একমাত্র মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম নিপু। তিনি দলটির আগৈলঝাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী এবং পেশায় একজন ঠিকাদার ও বিএমএস মিশন নামের একটি এনজিওকর্মী।

আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাসিন্দা মাজহারুল ইসলাম নিপুকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা এনসিপি। এখন দলীয়ভাবে ঘোষণার অপেক্ষা।

আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দুই বারের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।


বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে শাপলা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দু’জন। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপি’র ঢাকা পল্টন শাখার সদস্য অ্যাডভোকেট আলী আকবর তালুকদার। তিনি উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকায়।

একই আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফ্রিল্যান্সার মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এনসিপি’র বরিশাল মহানগর শাখার সদস্য সচিব পদপ্রত্যাশী এবং বানারীপাড়ার চাখার ইউনিয়নের বাসিন্দা।
এই আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে। এছাড়া জামায়াতের প্রার্থী করা হয়েছে আব্দুল মান্নান মাষ্টারকে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়ন চাইছেন তিনজন। তারা মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোক্তার হোসেন। মুলাদী উপজেলার চর কালেখায় তার গ্রামের বাড়ি হলেও থাকেন ঢাকায়। বর্তমানে পাথর ব্যবসায়ী মোক্তার হোসেনের দলীয় পরিচয় নেই। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন- তাই এনসিপি’র মনোনয়ন চাইছেন বলে জানিয়েছেন।

একই আসনে মনোনয়ন চাইছেন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা তানজিল হোসেন। তিনি পেশায় একজন শিক্ষক। বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হলেও থাকেন গাজীপুরে। তাছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় যুব শক্তি’র গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব।

এছাড়া ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়ী মো. সাবিদ ইসলাম শান্ত ও মনোনয়ন চাইছেন বরিশাল-৩ আসনে। তার গ্রামের বাড়ি মুলাদী ও হিজলা উপজেলার সীমান্তবর্তী হিজলা উপজেলার চর পত্তণীভাঙা গ্রামে। তিনি এনসিপি বরিশাল জেলা কমিটির সদস্য।

বরিশাল-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে আসনটিতে মনোনয়ন প্রত্যাশিদের তালিকায় করছেন দলের দুই হেবিওয়েট নেতা- স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তাছাড়া আসনটিতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আসনটিতে।

অপরদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন এনসিপি’র বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু সাঈদ মুসা।

তিনি পেশায় একজন শিক্ষক। মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের চর উদয়পুর গ্রামের সন্তান আবু সাঈদ মুসা স্থানীয় সন্তষপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষততা করেন। তিনি ছাড়া আসনটিতে আর কেউ মনোনয়ন ফরম নেননি।

নদীবেষ্টিত এই আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে। এছাড়া বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার “দাড়িপাল্লা” এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের “হাতপাখা” প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে চরমোনাই পীরের ভাই দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরকে।

বিভাগের সদরদপ্তর এবং মর্জাদার আসন হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই তিন প্রভাবশালী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির মনোনয়ন চাইছেন তিনজন। তাঁরা হলেন- বরিশাল জিলা স্কুলের অবরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান খান। দলীয় কোনো পদপদবি নেই তাঁর। এমনকি বসবাসও করেন ঢাকায়। শহরের বটতলা এলাকাও তাঁর বাড়ি রয়েছে বলে দাবি করেছেন।

এছাড়া মনোনয়ন প্রত্যাশী হয়েছেন- সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নান শিকদার। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং এনসিপি বরিশাল জেলার যুগ্ম সমন্বয়ক। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। 
ইতোপূর্বে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন হান্নান শিকদার।
আসনটিতে মনোনয়ন চেয়েছেন রফিকুল ইসলাম কনক নামের একজন। জন্মসূত্রে তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বসবাস করেন ঢাকা এবং রংপুরে শ্বশুর বাড়ি এলাকায়। ঢাকার ব্যবসায়ী কনক এনসিপি’র কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও গণসংযোগ এবং তথ্য সংগ্রহ সেলের সদস্য।

এছাড়া জেলার বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম প্রিন্স। এনসিপি বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী প্রিন্স বর্তমানে এলএলবি শিক্ষার্থী। এছাড়া নৌ এবং সড়ক পথে ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে তাঁর।

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন খান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও আসনটিতে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন