ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত  হয়েছে। কর্মসূচির মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। 

মঙ্গলবার(৯ ডিসেম্বর)  দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি মো. ওবায়দুল হক।

পরে  প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পরিষদ সম্মেলন কক্ষে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা'' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনতা ব্যাংক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল  ইসলাম চৌধুরী। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাংবাদিক শ ম  ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,  দৌলতখান থানা সাব ইন্সপেক্টর মো.  জিয়াউল হায়দার প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিএনসিসি, স্কাউটস,  গার্লস গাইড, জনপ্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংস্কৃতিক কর্মী  ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন