ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Motobad news
যৌথ বাহিনীর অভিযান

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলিবর্ষণ

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলিবর্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ হামলা করেছে অপর পক্ষের ওপর। এ সময় ফাঁকা গুলিবর্ষণও করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনিতে এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনী কলোনিতে অভিযান পরিচালনা করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে খালেদাবাদ কলোনি এলাকার এক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল ও রকির সঙ্গে বিরোধ রয়েছে। রাতে রুবেল বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় রকি দা নিয়ে রুবেলকে ধাওয়া দেয়। রুবেল পালিয়ে যায়। কিছুক্ষণ পর রকি, তার ভাই বায়জিদ ও সুজন দুটি মোটরসাইকেলসহ ১৫-২০ জন প্রকাশ্যে তিনটি পিস্তল উঁচিয়ে রুবেলের বাসার সামনে আসে। এ সময় রকি ও সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে ওপরে ফাঁকা গুলি করে রুবেলকে গালি দিতে দিতে চলে যায়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ১৫-১৬ ঘণ্টা পর মহানগর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন। তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল মহানগরের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, বরিশালকে শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনী মিলিয়ে দুইশ জনের অধিক সদস্যকে নিয়ে যৌথ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার রাতে খালেদাবাদ (রিফিউজি) কলোনিতে যে ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ধরনের ঘটনা পরবর্তীতে যাতে আর না ঘটে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনিব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যারা চিন্তাভাবনা করছে, তাদের সাবধান করে দিচ্ছি। এ ধরনের সুযোগ আমরা দেব না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা প্রতিটি বাহিনী মিলে ইউনিটি বেইজ কাজ করছি। গুলিবর্ষণের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তে স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খুব দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন