ওসমান হাদির মৃত্যুতে রাতে বিক্ষোভে উত্তাল বরিশাল

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেঁটে পড়েছে গোটা বরিশাল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর ফলে কিছু সময় বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সেখানে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তারা বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি রোডে অবস্থান ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এতে মহাসড়কে প্রায় আধাঘণ্টা সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জনদুর্ভোগের কথা ভেবে অবরোধ তুলে নিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
অপরদিকে একই ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন।
দুটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ এবং ছাত্র শিবিরের শিক্ষার্থীরা। তাঁরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এইচকেআর