ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

হাদির রুহের মাগফিরাত কামনায় মহাসড়কে নামাজ আদায়, মসজিদে মসজিদে দোয়া  

হাদির রুহের মাগফিরাত কামনায় মহাসড়কে নামাজ আদায়, মসজিদে মসজিদে দোয়া  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বরিশাল নগরীতে দোয়া ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল সদর রোড ও নথুল্লাবাদ এলাকায় পৃথক কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

নগরীর সদর রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা একত্রিত হয়ে শরিফ ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় তারা হাদির হত্যার বিচার দাবি করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

এছাড়াও বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ছাত্র জনতা জড়ো হয়ে মহাসড়কের ওপর বসে নামাজ আদায় করেন। 

বরিশালে জেলা উপজেলার সকল মসজিদে নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও নামাজ শেষে বিক্ষুব্ধ ছাত্র জনতা নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি চেতনা ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে কর্মসূচি চলাকালে পুরো এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন