ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নববধূকে হেলিকপ্টারে আনায় বরের ৫০ হাজার টাকা জরিমানা 

নববধূকে হেলিকপ্টারে আনায় বরের ৫০ হাজার টাকা জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা সংক্রমণের মধ্যে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে এসে জনসমাগমের দায়ে বরের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই নতুন বরকে এ টাকা জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও স্থানীয় স‍‍ূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৪) সঙ্গে ব্রাহ্মণবাডিয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজি আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বাড়িতে গত শুক্রবার বিয়ে হয়। দুপুরে কনেকে হেলিকপ্টারে করে শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় নিয়ে আসেন। হেলিকপ্টারেটি  নতুন হাট এলাকার সড়কে অবতরণ করে। এ সময় এলাকার শত শত উৎসুক লোক ভিড় জমায়।

পরে সেখান থেকে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় অন্তত প্রায় ২ শতাধিক মানুষের সমাগম হয়। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। এ অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান। এর মুল আয়েজনে ছিল বরের চাচা এম এ ছালাম সরদার। এ সময় বরের পিতা জাহাঙ্গীর সরদার ও বর সাগর আহমেদ সরদার পালিয়ে যায়। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে বরের চাচা এমএ ছালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে বর সাগর ও বরের পিতা জাহাঙ্গীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন। আমার উপস্থিতি টের পেয়ে বর সাগর ও তার পিতা জাহাঙ্গীর সরে যায়। তার চাচা যেহেতু অনুষ্ঠানের আয়োজন করেছে তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা তাদের দোষ স্বীকার করেছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন