সাংবাদিক এম কে রানার সহধর্মিণীর ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক

বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল প্রতিনিধি এম কে রানার সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর কাউনিয়া বাগান বাড়ির নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্বামী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব কাউনিয়া বাগানবাড়ি মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে এম কে রানার সহধর্মিণীর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রেসক্লাব কার্যকরী সংসদ এবং সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন।
তাঁরা মরহুমার বেদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এইচকেআর