ফুলবাড়ীতে ৬৬০ জন কৃষক পেলো বীজ ও সার


দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ ও হাবিবা আক্তার প্রমুখ। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত হাইব্রিড জাতের ধানের বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এইচকেআর
