ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • শাকিবের দুই ছবি নিয়ে তোড়জোড়

    শাকিবের দুই ছবি নিয়ে তোড়জোড়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে কঠোর লকডাউন শুরু হয়েছে। সিনেমা হলও বন্ধ। কবে খুলবে সে সিদ্ধান্তও হয়নি। তবু শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি ঈদে মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন ছবির পরিচালক তপু খান। শেষ কয়েকদিনের শুটিং চলমান থাকলেও লকডাউনের কারণে আপাতত স্থগিত রেখেছেন।

    যদিও সরকারি প্রজ্ঞাপনে শুটিং নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবু লকডাউনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা শুটিং স্থগিত রাখার পক্ষে। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমার টিমের সঙ্গে বসেছি আমরা। আমরা চাইছি না এখন শুটিং হোক। সব ধরনের চলচ্চিত্রের শুটিংই স্থগিত রাখার জন্য বলেছি।’

    ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘পরিচালক সমিতি অনুরোধ জানিয়েছে আপাতত শুটিং না করার জন্য। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি। ওনারা বলেছেন, দুই–এক দিন পর পরিস্থিতি বুঝে শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যদি অনুমতি দেন, আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব। ঈদের তিন সপ্তাহও বাকি নেই। যদি হল খোলে, সিনেমার শুটিং শেষ করে ঈদেই মুক্তি দিতে পারব ছবিটি। আমাদের শুটিংয়ও বেশি বাকি নেই। আর মাত্র দু-একদিন শুটিং করলে গল্প শেষ। শুধু একটা গান বাকি থাকবে। পাশাপাশি সিনেমার পোস্ট প্রডাকশনও চলছে সমান তালে।’

    অন্যদিকে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় আছে। ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। গত ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছিল ছবিটি। ভারতে সিনেমাটির পোস্ট প্রডাকশন হয়েছে।

    সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি দিলেও সমস্যা নেই। দুই সিনেমাতেই নতুন শাকিব খানের দেখা পাবেন দর্শক। একটা সিনেমা সামাজিক দায়বদ্ধতা নিয়ে, যেখানে সমাজের অনেক অসংগতি তুলে ধরা হবে বলে আমি জেনেছি। আর আমার সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ