ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দশ দিনে ৬ শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত

দশ দিনে ৬ শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশজুড়ে বেড়েই চলেছে। দৈনিক যেমন বাড়ছে শনাক্তের সংখ্যা, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।  গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে।

পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন