ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

খুলনার চার হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

খুলনায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে নগরীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গার হাবিবুর রহমান (৮০), রাফেজা (৫৮), একই এলাকার সুভাষ (৮২), পাইকগাছা উপজেলার আব্দুর রউফ (৪৫) এবং যশোরের কেশবপুর উপজেলার আব্দুল জলিল খান (৫২)। এছাড়া ৫জন উপসর্গে মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর খানজাহান আলী থানার যোগীপোলের মমতাজ বেগম (৬০) ও বটিয়াঘাটা উপজেলার নওয়াপাড়ার হায়দার আলী (৭৫) । এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর টুটপাড়ার করপাড়া রোডের মো. আব্দুল্লাহ্ (৭৭), বয়রা এলাকার মোশাররফ হোসেন (৬৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরদার মোহাম্মদ আলী (৬৫) এবং চিতলমারী উপজেলার পুষ্প রাণী বালা (৮১)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। পিসিআর ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা মহানগরীর নিরালা এলাকার মো. ওয়াহিদুজ্জামান (৬৬)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১জন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন