ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • বিধিনিষেধ ​শিথিলের সময় আসেনি : ডব্লিউএইচও

    বিধিনিষেধ ​শিথিলের সময় আসেনি : ডব্লিউএইচও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমণ ঠেকাতে জারি বিধিনিষেধ শিথিল করার সময় এখনো আসেনি। যেসব দেশ তড়িঘড়ি করে এসব বিধিনিষেধ শিথিল করছে তাদের এর চড়া মূল্য দিতে হবে। গোটা বিশ্বকে এভাবেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    সোমবার জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটির হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেছেন, বিশ্বের কোণায় কোণায় করোনার নতুন ঢেউ শুরু হতে পারে আর অনেক দেশে মহামারি তো সবে মাত্র শুরু হয়েছে।  


    রায়ান বলেন, ‘আমেরিকা মহাদেশের দেশগুলোয় এখনো প্রতিদিন দশ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। ইউরোপের অবস্থাও একই। প্রতিদিন সেখানে শনাক্ত হচ্ছে পাঁচ লাখ। এমন নয় যে, এটা আমাদের ছেড়ে চলে গেছে। এটা এখনো শেষ হয়নি।’      

    গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘যে গতিতে আর যে হারে গোটা মহাদেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়েছে, এমনটা আর আগে কখনো দেখা যায়নি। 

    গত বৃহস্পতিবারের ওই সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র আফ্রিকা প্রধান ডা. মাতশিদিসো মোয়েতি বলেন, ‘প্রতি তিন সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা তিন গুণ হচ্ছে। অথচ করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত তিন গুণ হতে সময় লেগেছিল চার সপ্তাহ।’ 

    বিশ্বজুড়ে ভাইরাসটির নতুন নতুন অতিসংক্রামক ধরনের প্রকোপ, বিশেষ করে ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরু হওয়ার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের প্রধান গোটা বিশ্বকে এভাবে সতর্ক করলেন। 

    বিশেষজ্ঞরা বলছেন, অতিসংক্রামক এই ধরনটির প্রকোপ ঠেকাতে হলে কোভিড সংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলার পাশাপাশি দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে হবে। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেওয়ায় গতি কমেছে টিকাদান কর্মসূচির। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ