ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • টিকা নেয়ার পরও আক্রান্তদের ৫ উপসর্গ

    টিকা নেয়ার পরও আক্রান্তদের ৫ উপসর্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকা নেয়ার পরও করোনায় আক্রান্তদের শরীরে পাঁচটি প্রধান উপসর্গ দেখা দিচ্ছে। উপসর্গ নিয়ে নিয়মিত গবেষণা করা কোভিড সিম্পটম স্ট্যাডি এ উপসর্গ শনাক্ত করেছে।

    অ্যাপ ব্যবহারকারীদের দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব উপসর্গ শনাক্তের কথা জানিয়েছে ‘জিও কভিড’।

    সাম্প্রতিক সপ্তাহে এসব উপসর্গ দেখা দিয়েছে সবচেয়ে বেশি।

    অ্যাপ ব্যবহারকারী টিকা গ্রহণকারী ও না নেয়া উভয় ধরনের মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে অনেকের উপসর্গ একই হলেও কিছু ক্ষেত্রে পার্থক্য পাওয়া গেছে।

    তবে এসব উপসর্গ থাকলেও তারা বড় জটিলতায় পড়েনি এবং দ্রুত সুস্থ হয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি দেখা দেয়া উপসর্গগুলো হলো, মাথাব্যথা, সর্দি, হাঁচি ও গলাব্যথা। এছাড়া অন্যান উপর্গগুলো হচ্ছে, ঘ্রাণে কমতি হওয়া, শ্বাসকষ্ট ও জ্বর।

    তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের ক্ষেত্রে হাঁচি বেশে দেখা গেছে। ফলে টিকা নেয়ার পর অধিক পরিমাণে হাঁচি হলে তাদের করোনা টেস্ট করানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ