ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গেট বন্ধ থাকায় দগ্ধ হয়ে ফ্লোরেই মৃত্যু হয় শ্রমিকদের 

গেট বন্ধ থাকায় দগ্ধ হয়ে ফ্লোরেই মৃত্যু হয় শ্রমিকদের 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লেগে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা দিয়ে রাখায় শ্রমিকদের বের হতে পারেনি। ফলে দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় আগুন লাগার পর নিয়োজিত কর্মীরা ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা বদ্ধ করে রাখে। আগুন সহজেই নিয়ন্ত্রণে আসবে মনে করে শ্রমিকদের বের হতে দেওয়া হয়নি। ভবন থেকে বের হওয়ার বিকল্প সিঁড়ি কিংবা দরজা ছিল না। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই শিশু-কিশোর ছিল। আগুন নিভানোর কোন ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার ছিল না।


ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচ ও ছয় তলায় আগুন ড্যাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন