ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শাড়ি-লুঙ্গি বিতরণকালে বৃদ্ধকে ঘুষি কাদের মির্জার 

শাড়ি-লুঙ্গি বিতরণকালে বৃদ্ধকে ঘুষি কাদের মির্জার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অসহায় মানুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মারতে দেখা গেছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে। শুক্রবার (১৬ জুলাই) অসহায়দের মাঝে ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে।

অসহায় মানুষদের সহযোগিতার বিষয়টি ফেসবুকে লাইভ করেছেন কাদের মির্জা। ভিডিওটির ১৭ মিনিট ৩৪ সেকেন্ডে দেখা যায়, এক বৃদ্ধকে শাড়ি দেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে নেওয়ার সময় কাদের মির্জা তাকে ঘুষি মেরে দূরে সরিয়ে দেন। ভিডিওটি দৈর্ঘ্য ২০ মিনিট ৫৯ সেকেন্ড।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে কাদের মির্জারকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন