ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে সাপের দংশনে নানি ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ও সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী অতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম ( ২২ )।


পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন নাতি তরিকুল ইসলাম ও মেঝেতে ঘুমিয়ে ছিলেন নানি অতিরন নেছা। ভোরে বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে অতিরন নেছাকে দংশন করে। তাদের শরীরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তরিকুলকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ভোরে তার মৃত্যু হয়। অতিরন নেছাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন