বৈরী আবহাওয়াতেও দৌলতদিয়া ঘাটে ঢাকাগামীদের ভিড়


দেশের মানুষের কর্মক্ষেত্রের এক বড় নগরী রাজধানী ঢাকা। কাজে যোগ দিতে হবে, তাই ঢাকা যেতে হবে। জীবিকার তাড়না লকডাউনকে হার মানায়, হার মানায় বৈরী আবহাওয়াকেও। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষ তাই বৃষ্টি মাথায় নিয়েও পার হচ্ছেন পদ্মা নদী। মহামারি করোনার কঠোর বিধিনিষেধ আর বৈরী আবহাওয়া যেন উবে গেছে তাদের কাছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা কম, তবে সেই জায়গা দখল করেছে সাধারণ যাত্রীরা। লঞ্চ, স্পিডবোট বন্ধ। ফলে পদ্মা পার হবার একমাত্র উপায় এখন ফেরি। সে কারণে ফেরিতেই যাত্রীদের ঢল নেমেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে কার্যত দেশের বিভিন্ন এলাকা এখন লকডাউন। স্বাভাবিক জীবনযাত্রা ফেরার আগেই ঢাকাগামী যাত্রীদের ভিড়। চলছে না দূরপাল্লার কোনো পরিবহন। তবে এরই মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প-কারখানা খুলে দেয়ার খবরে চাকরি বাঁচাতে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করে তাদের বড় একটা অংশই ঢাকায় গত কয়েকদিন ধরেই যাচ্ছে।
এমবি
