ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মুক্তিযোদ্ধাসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা সদরের বাস টার্মিনাল থেকে প্রথমে রাজু হাওলাদারকে (২৪) আটক করে ডিবি। পরে তার স্বীকারোক্তিতে শনিবার (৩১ জুলাই) দুপুরে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রাম থেকে আশ্রয়দাতা মাওলানা ইউসুফ মুন্সিকে (৬৫) গ্রেপ্তার করা হয়। মাওলানা ইউসুফ মুন্সি একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা।

গ্রেপ্তাকৃতদের তথ্যমতে চুরির পর বিক্রি করা ৩টি চোরাই মটরসাইকেল ক্রেতাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এদিন দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসপি কে এম আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাজু হাওলাদার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। সে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত কামরুলের মোটরসাইকেল গ্যারেজের মেকানিকের কাজ করে। শুক্রবার রাতে বাগেরহাট বাস টার্মিণালে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে থেকে আটক করে ডিবি সদস্যরা। তার স্বীকারোক্তিমতে উপজেলার পূর্ব রাজাপুর গ্রাম থেকে আ. আজিজ মুন্সির ছেলে আশ্রয়দাতা মাওলানা ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা ইউসুফ একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এই কাজের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। পরে চোর চক্রের সদস্য রাজুকে তার মুখোমুখি করা হলে সহযোগিতা করার কথা স্বীকার করেন।

রাজু হাওলাদার ২০১৭ সাল থেকে এই পেশায় জড়িত। তিনি বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে ইউসুফ মুন্সির কাছে পৌঁছে দিতেন। পরে ইউসুফ মুন্সি সেগুলো বিক্রি করে তাকে ভাগের টাকা দিতেন। রাজুর নামে বাগেরহাটের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন