ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুলিশ কর্মকর্তা বাবাকে স্যালুট ক্যাপ্টেন মেয়ের

পুলিশ কর্মকর্তা বাবাকে স্যালুট ক্যাপ্টেন মেয়ের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবা পুলিশের এসআই আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা-মেয়ে উভয় উভয়কে দিলেন স্যালুট। দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর এ দুই কর্মকর্তার স্যালুট দেয়ার এ ছবিটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে।


খোঁজ নিয়ে জানা যায়, বাবা পুলিশের এসআই আব্দুস সালাম বর্তমানে কর্মরত রয়েছেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত। তার প্রথম সন্তান ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন সম্প্রতি তার পিতাকে স্যালুট জানান পিতা আব্দুস সালামও তার মেয়েকে স্যালুট জানান।

রোববার (আব্দুস সালাম তাকে স্যালুট জানানোর ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়। ছবিতে বাবা-মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

ছবিটি হাজারো ফেসবুক ব্যবহারকারী শেয়ার দিয়েছেন। এতে অনেকেই মন্তব্য করেছেন- গর্বিত বাবার-গর্বিত মেয়ে।

এ বিষয়ে আব্দুস সালাম তার মেয়ের কারণে তিনি গর্বিত জানিয়ে মেয়ের জন্য সবার দোয়া কামনা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন