ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

৮ মাসের অন্তঃসত্ত্বার ৮ বার চুরি!

৮ মাসের অন্তঃসত্ত্বার ৮ বার চুরি!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আট মাসের অন্তঃসত্ত্বা রোকেয়া আক্তার (ছদ্মনাম)। চার মাস আগে গ্রেফতার হন চুরির অপরাধে। আবারও তিনি একই অপরাধে গ্রেফতার হলেন। পুলিশের হাতে দুবার গ্রেফতার হলেও এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন চারবার।

অন্তঃসত্ত্বা থাকায় ধরা পড়ার পরও এলাকাবাসীর সহানুভূতিতে বার বার ছাড়া পেয়েছেন। এ সহানুভূতিকে পুঁজি করেই তিনি চুরি করেছেন আরও চারবার। সবশেষ সিসিটিভিতে তার চুরি ধরা পড়ে।


সোমবার (২ আগস্ট) সকালে চট্টগ্রামের আগ্রাবাদ মৌলভীপাড়ার মানিক ম্যানশন থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোকেয়া চট্টগ্রামের অন্যতম শীর্ষ চোর। তিনি চুরি করেন খুবই ভোরে। সে সময় অনেকে নামাজ পড়তে কিংবা ব্যায়াম করতে যান। অসাবধানতায় এ সময় অনেক বাসার দরজা খোলা থাকে। তখনই তিনি চুরি করে পালিয়ে যান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রোকেয়া জানিয়েছেন, তিনি এ কায়দায় শতাধিক চুরি করে করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই ধরা না পড়ায় তার বিরুদ্ধে মামলা মাত্র চারটি। পুরো চট্টগ্রামেই তিনি চুরি করেন। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা হওয়ায় সহজেই কেউ তাকে সন্দেহ করেন না। আবার ধরা পড়ে গেলেও আলাদা সহানুভূতি কাজ করে। তাই অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি চুরি থামাননি! এ অবস্থায় চুরি করেছেন আটবার। এলাকাবাসীর কাছে চারবার ধরা পড়লেও সহানুভূতিতে ছাড়া পান। এর আগে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত মার্চে ডবলমুরিং থানায় আরও একবার গ্রেফতার হন তিনি। 

সোমবার সকালে মানিক ম্যানশনের একটি বাসা থেকে মোবাইল ও কাপড় চুরি হয়। পরে এলাকাবাসী সিসিটিভি ফুটেজে রোকেয়াকে শনাক্ত করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে আটক করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে। রোকেয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন